ঢাকা আরিচা মহাসড়কে রাস্তা ব্যারিকেড দিয়ে দূর্ধষ ডাকাতি, কুপিয়ে জখম মালামাল লুট





সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা)ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা আলাদিন হাসপাতালের সামনে বাস দিয়ে মহাসড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতি হয়েছে। শবেবরাতের রাতে মুসলি সেজে আজ সোমবার ভোররাতে ডাকাতরা গাড়ি আটকিয়ে ডাকাতি করে। কুমিল্লায় লেবু বিক্রি করে পিকআপ ভ্যান নিয়ে বাড়ি ফিরছিল লেবু ব্যবসায়ী আব্দুর রহমার (৫০)। এসময় ডাকাতরা তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে তার কাছে থাকা প্রায় নগদ ৫০ হাজার টাকা ও মোবাইল লুট করে। আব্দুর রহমানের পিকআপ ভ্যানের চালক সোলাইমান (৩৫) ও হেলপার মোকছেদকে (৩০) ছুরিকাঘাত করে তাদের কাছ থেকে নগদ ৭ হাজার টাকা ও মোবাইল লুট করে ডাকাতরা। তাদের অবস্থা আশংকাজনক। তাদের দুইজনকে সাভার স্পেশালাইজড হসপিটাল ভর্তি করা হয়েছে। ডাকাতরা আরও গাড়ি ব্যারিকেড দিয়ে টাকা ও মোবাইল লুট করেছে অভিযোগ পাওয়া গেছে।আহতদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সাটুরিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান। অপর দুই জনের বাড়ি একই উপজেলা বৈলতলা গ্রামে।ড্রাইভার সোলাইমান বলেন, আমরা কুমিল্লায় লেবু বিক্রি করে মানিকগঞ্জের সাটুরিয়া ফিরছিলাম। এসময় আমাদের গাড়িটি ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকায় পৌঁছালে তখন একদল ডাকাত মাথায় টুপি পরিহিত একটি যাত্রীবাহী বাস দিয়ে আমাদের ব্যারিকেড দেয়। আমাদের কুপিয়ে জখম করে সাথে থাকা প্রায় নগদ ৫৭ হাজার টাকা ও মোবাইল লুট করে। পরে সকালে  স্থানীয়রা আমাদের উদ্ধার করে সাভার হাসপাতালে পাঠায়।এই বিষয়ে আহত আব্দুর রহমান বিশ্বাসের ছেলে শাহিন আলম রাকিব জানায়, আমার আব্বাকে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু তার স্বাস্থ্যের অবনতি ঘটায় দ্রুত অপারেশনের জন্য সাভার স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। ডাকাতদের ধারালো চাপাতির আঘাতে আমার বাবার বুকের হাড় কেটে যাওয়ায় ডাক্তারা তার অবস্থা আশংকাজনক জনক বলে জানিয়েছেন।এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম বলেন, ধামরাইয়ে ডাকাতির ঘটনায় আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।