বিদ্যুৎ বিলের টাকা আত্মসাৎ, উত্তেজনা গোপালপুরে






সেলিম ,মুর্শিদাবাদ : মিটারের রিডিংকে ঘিরে উত্তেজনা গোপালপুর এলাকায়। রেজিনগর থানার অন্তর্গত গোপালপুর গ্রামে মিটারের রিডিং করা নিয়ে অভিযোগের তির উঠেছে বিকাশ বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ, বিকাশ  নামে ওই ব্যক্তি মানুষকে ভুল বুঝিয়ে টাকা আদায় করতেন। এক গ্রামবাসী বলেন, " বিদ্যুৎ-র বিল এসেছে ৭০০০ টাকা, ২০০০ টাকার বিনিময়ে বিকাশ মুকুব করে দিতে পারে বাকি ৫০০০ টাকা। কম্পিউটারের মাধ্যমে  কাজ টি হবে বলে জানান বিকাশ। এমনকি সে এও বলেন, পরের মাসে ৪০০০০ হাজার টাকা ও আসতে পারে। বহরমপুরের প্রধান অফিস থেকে আসতে পারে নোটিশ"। তার এই ধরনের কথা শুনে একপ্রকার ভয় পেয়ে যান তিনি। তাই ২০০০ টাকা বিকাশকে দিয়ে দেন তিনি। পরে তার সন্দেহ হলে তিনি বিদ্যুৎ অফিসে গিয়ে যোগাযোগ করলে তারা জানান ওই গ্রামবাসীর বিল এসছে ৫০২ টাকা। এই খবর চাউর হতেই জানা যায় এই এক ই ঘটনার শিকার প্রায় গ্রামের ৫০টী ঘর। দিনের পর দিন এইভাবেই সকলকে ঠকিয়ে যাচ্ছে বিকাশ। তাই আজ তাকে ঘিরে বিক্ষোভ দেখায় গোপালপুর এলাকার 

গ্রামবাসী। খবর দেওয়া হয় রেজিনগর থানায়। রেজিনগর থানার পুলিশ বিকাশ বিশ্বাসকে আটক করেছে।