রাজারহাটে ট্রেনের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃত্যু


ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি :-






কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুন্দরগ্রাম পুঁটিকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোবিন্দ রায়ের স্ত্রী ভারতি রানী (৫২) মঙ্গলবার ২৭ফেব্রুয়ারি সকাল ১১ঃ০০ ঘটিকায় ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে ভারতি রানী (৫২) সুন্দরগ্রাম পুটিকাটা গ্রামের পাশে রেললাইনের ধারে মুঠোফোনে কথা বলতেছিলেন ঠিক ওই সময় ছুটে আসা রংপুরগামী রমনা লোকাল ট্রেনটি ভারতি রানীকে পিছন দিক থেকে সজরো ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু ঘটে।

এ বিষয়ে রাজারহাট রেল স্টেশন মাস্টার মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লালমনিরহাট রেলপুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পারিবারিকভাবে মৃত নারীর সতকার করার কথা জানান।