ঝালকাঠিতে এইডস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


শাহরিয়া সিমান্ত ঝালকাঠি  প্রতিনিধি :-





ঝালকাঠি সিভিল সার্জন অফিসের সভা কক্ষে এইডস বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় কর্মশালা উদ্বেধন করেন ঝালকাঠির জেলা সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম।

কর্মশালায় বক্তব্য রাখেন জাতীয় এইডস ও এসটিডি কন্ট্রোল প্রোগ্রাম স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল পরিচালক ডাঃ শেখ দাউদ আদনান, প্রোগ্রাম ম্যানেজার ডাঃ আবদুল ওয়াদুল, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ ফাইজা মুকাররামা, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ তানভীর আহম্মেদ, 

ঝালকাঠি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিফাত আহমেদ, নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিউলী পারভীন ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান।

কর্মশালায় সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক,ইমাম,এনজিও কর্মী, সিনিয়ন ষ্টাফ নার্স, শিক্ষক ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করেন।

ঝালকাঠি জেলায় এই পর্যন্ত ২৯ জন এইচ আই ভি ভাইরাস এইডস আক্রন্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। তবে মৃত্যুর খবর এখন পর্যন্ত জানা যায়নি। কর্মশালায় বলা হয়, সমাজের বিভিন্ন পেশার লোকদের এই ভাইরাস জনিত রোগ সম্পর্কে সচেতন করতে হবে। তাই আমাদের সচেতন থাকতে হবে যাতে এ রোগ থেকে আমরা নিরাপদ থাকতে পারি।