ঋণের চাপ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে প্রধান শিক্ষকের মৃত্যু
সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও ভূল্লীতে ঋণের চাপ সইতে না পেরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার দিবাগত রাতে সদর উপজেলার কেশুরবাড়ী তাঁতিপাড়া এলাকা থেকে রবীন্দ্র দেবনাথ ( ৫৫ ) নামে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি সদর উপজেলার ভূল্লী থানার চরণখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেছেন।
রবীন্দ্র দেবনাথের ছোট ভাই কৃষ্ণ চন্দ্র দেবনাথ বলেন,গতকাল বিদ্যালয় থেকে দাপ্তরিক কাজ শেষে বাড়িতে ফিরেন তার ভাই রবীন্দ্র। এরপর বিকালে স্থানীয় একটি বাজারে যান। পরে এদিন রাত ১০টার দিকে বাড়ির অদূরে বাঁশঝাড়ে বাঁশের সঙ্গে তার মরদেহ রশিতে ঝুলতে দেখে প্রতিবেশীরা। তাদের ডাক-চিৎকার শুনে বাজারের লোকজন ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।
কৃষ্ণ চন্দ্র দেবনাথ আরও জানান,তার ভাই বিভিন্ন জায়গা থেকে ঋণ নেওয়ার পর লোকসানে পড়ে যায়। এ কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন।
কেশুরবাড়ী তাঁতিপাড়া এলাকার রুবেল রানা নামে এক শিক্ষার্থী বলেন,কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্যার। এনজিওর চাপে পড়ে আত্মহত্যার ঘটনার এ রকম আরো অনেক উদাহরণ রয়েছে।
একই গ্রামের সাহেরুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, একজন প্রধান শিক্ষকের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। বিষয়টি খতিয়ে দেখা দরকার।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন,
রবীন্দ্র দেবনাথ সহজসরল ও একজন আদর্শ শিক্ষক ছিলেন। সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে না পেরে মানসিক চাপে ছিলেন। ঋন পরিশোধে ব্যর্থ হয়ে চাপের মুখে তিনি হয়তো আত্মহত্যা করেন।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন বলেন, ঋণের চাপে ওই প্রধান শিক্ষক আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ সৎকার জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।